নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিদ্যার সহযোগি অধ্যাপক চৌধুরী আশরাফুল আলম (শিবলী চৌধুরী) মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছে। ২রা এপ্রিল শুক্রবার সন্ধ্যায় এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এর আগে চৌধুরী আশরাফুল আলম (শিবলী চৌধুরী) ২রা এপ্রিল শুক্রবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিকিৎসকদের সংগঠন নারায়নণঞ্জ জেলা শাখার স্বচিপের সভাপতি তার ছোট ভাই ডাক্তার ইকবাল বাহার চৌধুরী শিহাব নিজ ফেসবুকে তার মেজো ভাই সরকারী তোলারাম কলেজের পদার্থ বিদ্যার সহযোগি অধ্যাপক চৌধুরী আশরাফুল আলম (শিবলী) এর মৃত্যুর সংবাদটি পোস্ট করেন।
মৃত চৌধুরী আশরাফুল আলম (শিবলী) ফতুল্লার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের ডাক্তার হাবিবুর রহমান চৌধুরীর মেঝো ছেলে। শুক্রবার বাদ জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জের ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে চৌধুরী বাড়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।