নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ বলেছেন, শিক্ষা ছাড়া যেমন কোন জাতি উন্নতি করতে পারেনা, তেমনি সুশিক্ষা ছাড়া সামাজিক কর্মকান্ডও করা যায় না। তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক কাজে মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে। ১৯ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় শহরের পাঠানটুলী গোরস্থান রোডস্থ মানব কল্যাণ পরিষদ কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়ার সভাপতিত্বে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ও গরীবদের মাঝে মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বর্তমানে যে হারে মশার উৎপাত বেড়েছে তাতে করে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই আমাদের সকলকে চিকুণগুনিয়া, ডেঙ্গু ও বিভিন্ন রোগ থেকে সচেতন থাকতে হবে এবং মশা থেকে রক্ষা পেতে অবশ্যই মশারী ব্যবহার করতে হবে।
মানব কল্যাণ পরিষদের সক্রীয় সদস্য মনির হোসেন সুমন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ সাইফুল ইসলাম। শিক্ষা সহায়তা ও মশারী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ এর সভাপতি সালেহ মোহাম্মদ উজ্জল, জি-টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আশিকুর রহমান হান্নান, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি সুলতান মাহমুদ ও জাতীয় লেখক কল্যাণ পরিষদের অর্থসচিব আয়শা আক্তার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মরহুম আব্দুল আলী ফকির ফাউন্ডেশনের আহ্বায়ক মোস্তফা, এনায়েতনগর শাহী জামে মসজিদের সহ-সভাপতি আলহাজ্ব হারুন-অর-রশিদ, পোভার্টি এন্ড গ্রীণ মুভমেন্ট এর সভানেত্রী নার্গিস পারভীন লাইজু, মানব কল্যাণ পরিষদের সাংগঠনিক সচিব জিএম মোস্তফা, অর্থ সচিব খায়রুল বাশার সেলিম, প্রচার ও দপ্তর সচিব জান্নাতুল ফেরদৌস, প্রশিক্ষণ সম্পাদক গাজী মুশফিকুর রহমান লিটন, সক্রীয় সদস্য মোঃ শামীম, মোমেন ইসলাম, ফয়সাল আহমেদ সরকার ও রাকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১৮ জন এইচএসসি ও ডিগ্রী পড়–য়া অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও ৫০ জন দুঃস্থদের মাঝে মশারী বিতরণ করা হয়। সমাপণী বক্তব্যে চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, আমরা পেরেছি, আমরাই পারবো, অসহায় মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করব এই স্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে আমরা বরাবরই নিজস্ব ফান্ড ও সরকারের আন্তরিক সহযোগিতায় কাজ করে যাচ্ছি। শিক্ষা, চিকিৎসা ছাড়াও বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ডের মধ্যে মাদক, যৌন হয়রানীসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূখী কর্মকান্ড পরিচালনার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।