শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে : শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, ৩০ই মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। আজ ১২ই মার্চ শুক্রবার সাংবাদিকদের তথ্য জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের কাছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিরাপত্তা আগে। করোনা সংক্রমণ উর্ধ্বগতি থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের তারিখ পেছাতে পারে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আন্তমন্ত্রণালয় বৈঠকে জানিয়েছেন আগামী ৩০ই মার্চ দেশের সব স্কুলকলেজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন।

এদিকে প্রায় বছর বন্ধ থাকার পর ৩০ মার্চ দেশের স্কুলকলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তখন করোনা শনাক্তের হার ছিল দশমিক ৩০ শতাংশ। পরে তা আরও কমে দশমিক ৮৭ শতাংশ হয়। তবে এরপর থকে তা বাড়তে থাকে। তাছাড়া আজ শুক্রবার দৈনিক শনাক্তের হার আবার শতাংশ ছাড়িয়ে যায়।

add-content

আরও খবর

পঠিত