শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে চরমোনাইতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বরিশাল সংবাদ দাতা ) : যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে চরমোনাইতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ই মে রবিবার সকাল ১০ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই আলিয়া শাখার উদ্যোগে শাখা সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহজালাল এর সভাপতিত্বে প্রশিক্ষণ সম্পাদক কাওসার মাহমুদ এর সঞ্চালনায় বরিশালের চরমোনাই কামিল মাদ্রাসা চত্ত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই কামিল মাদরাসা সম্মানিত মুফাসসির মাওলানা মুহাম্মাদ মাহমুদুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সকল কিছু খোলা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। করোনা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানই?  মানববন্ধনে সভাপতি বক্তব্যে মুহাম্মাদ শাহজালাল বলেন, দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। যদি না খোলা হয় তাহলে কেন্দ্র প্রদত্ত যে কর্মসূচি শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করাসহ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশা আল্লাহ।

এছাড়া মানববন্ধনে বক্তারা আরো বলেন,  করোনার কারণে ২০২০ সালের ১৭ই মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের সবকিছু চলতে পারলে শিক্ষা প্রতিষ্ঠান কেন চলতে পারবে না। বার শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ দিয়েও  সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই সরকারের এভাবে বন্ধের সিদ্ধান্ত জনমনে চরম অশান্তি বিরাজ করছে। হাট বাজার লঞ্চ স্টিমার শপিংমল সহ অধিক লোকসমাগমের সকলস্থানই উন্মক্ত করে দিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠার বন্ধ রেখে দেশ এক অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আমরা দাবি করবো দ্রæত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক। এ সময় আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবির হাসান, অর্থ সম্পাদক মো. আব্দুর রহমান, দফতর সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত