শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নতুন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত এবং অন্যায়। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (১১ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলায় নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ  হুঁশিয়ারি  দেন।

দীপু মনি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া, প্রতিটি শিশুকে স্কুলে নেওয়া, ঝরে পড়া রোধ এবং যেসব গ্রামে স্কুল ছিল না সেখানে স্কুল স্থাপনসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের গত দশ বছরে। আগামী পাঁচ বছরে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শওকত ওসমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

add-content

আরও খবর

পঠিত