নারায়গঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবধর্ণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের সভাপতির বক্তব্য প্রদানকালে বলেন, শিক্ষা জীবনের অমূল্য সম্পদ। অর্থ দিয়ে এ সম্পদ কেনা যায়না। এ সম্পদ মেধা দিয়ে অর্জণ করতে হয়।
আবুল জাহের আরো বলেন, শিক্ষা দিয়ে সেবা করা যায়। তোমরা শিক্ষা অর্জণ করো আর তোমাদের শিক্ষকদের উপদেশ মেনে চল দেখবে ভবিষ্যতে অনেক বড় কিছু হতে পারবে। বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বপন জয় ধর ও মোঃ মাহাবুবুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সিকদার মেহেদি হাসান জিতু, সদস্য নূর মোহাম্মদ ব্যাংকার, মোঃ সালাউদ্দিন,পিয়ার জাহান কমল, মোঃ ফারুক চৌধুরী, সাবেক সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান মোল্লা ,শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন ও মমতাজ বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আশরাফ হোসেন,মোঃ বাবু সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মাহামুদ আলী। আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ছাড়াও কিশোর শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।