শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে আজ ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

নারায়ণগঞ্জের আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব মো. আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ব্যক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু মেধা নয়, মননের উৎকর্ষ সাধনেও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তিনি সফল ব্যক্তিদের জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, কোনো পরিস্থিতিতেই সমস্যা যেন অজুহাতে পরিণত না হয়—সেদিকে দৃষ্টি রাখতে হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “আপনারা নিজ নিজ চরিত্র ও কর্মের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ হবেন।

add-content

আরও খবর

পঠিত