নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : ২৫শে জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া, বার্ষিক মিলাদ ও ৬ষ্ঠ শ্রেণীতে এ বছর ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ তার বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে ভদ্র ও বিনয়ী হতে হবে এবং সুশৃঙ্খল ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সুশিক্ষা অর্জন করলে তোমরা আগামী দিনে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে। পাঠ্য বইয়ের শিক্ষার মধ্যেই তোমাদেরকে সীমাবদ্ধ থাকলে চলবেনা, সমগ্র বিশ্বের খোঁজ খবর রাখতে হবে। একটা স্কুলকে সঠিকভাবে পরিচালনা করা অনেক কঠিন কাজ। স্কুলকে রাজনৈতিকভাবে কোনক্রমেই জড়ানো যাবেনা এবং শিক্ষার ক্ষেত্রে কোন গ্রুপিং ও বিভেদ চলবেনা। কারণ গ্রুপিং ও বিভেদ শিক্ষা ব্যবস্থাকে ও স্কুলের উন্নয়নকে বাধাগ্রস্থ করে। তাই আসুন শিক্ষার উন্নয়নে সম্মিলিতভাবে সবাই কাজ করি।
অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। অত্র স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ বদরুল আলমের সার্বিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য কাজী কবির হোসাইন, আবু ইউসুফ ভূঁইয়া, ইকবাল হোসেন ভূঁইয়া, আলহাজ্ব হাবিবুর রহমান মিয়া ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রাহিমা বেগম উপস্থিত ছিলেন।
এসময় স্কুলের সহকারি প্রধান শিক্ষক আলহাজ্ব গোলাম রাব্বানী ও আবুল খায়ের খন্দকার, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সভাপতি শুক্কুর আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুরুজ মিয়া, আইন বিষয়ক সম্পাদক ইমদাদুল হক খোকন, সদস্য জলিল মিয়া, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, মদনপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ২নং ওয়ার্ড এর সভাপতি মনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি মুসলিম প্রধান ও সাধারণ সম্পাদক কবির হোসেন ভূঁইয়া, ৯নং ওয়ার্ড সভাপতি ইদ্রিছ আলী দেওয়ান গহন, সাবেক মেম্বার বাবুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য এমরান খন্দকার ও মনিরুল ইসলাম মনু, শিক্ষানুরাগী এডভোকেট আল মামুন, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খন্দকার শামীমা আক্তার মুন্নী, আওয়ামী লীগ নেতা হাজী আবু সাঈদ, মোস্তফা ভূঁইয়া, জাকির হোসেন, আক্তার হোসেন মোল্লা, শিক্ষানুরাগী রমজান হোসেন রাজু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সকল শ্রেনীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ীদের সফলতা কামনা করে দোয়া করা হয় এবং ফুল দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ করে নেয়া হয়।