নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিলেন, নারায়নগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান, নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি। ২১ এপ্রিল বৃহস্পতিবার সদর উপজেলা হল রুমে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর বিজ্ঞান শাখার রায়হান ইশতিয়াক কৌশিক ও মানবিক শাখার শিক্ষার্থী তানজিলা আক্তারের মাঝে ল্যাপটপ তুলে দেন সালমা ওসমান লিপি।
এসময় সালমা ওসমান লিপি বলেন, তোমরা এই ল্যাপটপ যারা পেয়েছো তারা সব সময় ভালো কিছু করার চেষ্টা করবে। তোমাদের মনে ইচ্ছা শক্তির কারনে তোমরা আজকে এখানে আসতে পেরেছো। আমি চাই তোমরা সামনের দিকে আরো এগিয়ে যাও। আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য তোমরা দোয়া করবে সে যাতে আরো বেশি আমাদের সহযোগীতা করতে পারে।
এদিকে বেরতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দিত হয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।
প্রতিষ্ঠানটির গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ আবদুর রব বলেন, ছাত্রদের এই সাফল্যে আমরা খুশি ও আনন্দিত। তিনি বলেন, মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি মেধাবী গরীব, অসহায় শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়ায় শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো উচ্ছাসিত হবে।
বিদ্যালয়টির আজীবন দাতা সদস্য ও গভর্নিং বডির সদস্য আলহাজ্ব আনিসুর রহমান জানান, সংসদ সদস্য একেএম শামীম ওসমান যেভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন ঠিক একই ভাবে তার সহধর্মিনী সালমা ওসমান লিপি মানুষের সেবা করে যাচেছন।প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষ মো: নূর ইসলাম বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যে আমরাও খুশি। আশা করি সফলতা ধরে রেখে আগামীর পথে এগিয়ে যাবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা।