শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দিতে হবে : অতিরিক্ত সচিব নাজমুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পেট্রোবাংলার চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব নাজমুল আহসান বলেছেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে সকল ধর্মের শিক্ষার্থীদের সমভাবে মূল্যায়ণ করা হয় সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। একজন শিক্ষকই পারেন একজন শিক্ষার্থীকে শুধু পুঁথিগত শিক্ষা নয়, প্রকৃত অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। আমাদের শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দিতে হবে। একজন ভালো মানুষ গড়ে তুলতে হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ঈদ, পূজা-পার্বণ আমাদের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ২০শে মে শুক্রবার বিকালে বিদ্যা নিকেতন হাই স্কুলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

তিনি বিদ্যা নিকেতনকে একটি মডেল স্কুল আখ্যায়িত করে বলেন, এখান থেকে একদিন দেশের নেতৃত্ব গড়ে উঠবে। তিনি শিক্ষকদের আদর্শবান শিক্ষক হিসেবে তাদের জ্ঞান বিতরণের আহবান জানান।

বিদ্যা নিকেতন পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মৎ রহিমা আক্তার, বিদ্যানিকেতন ট্রাষ্টের সদস্য কাসেম জামাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ট্রেজারার কৃষ্ণধন সাহা, ট্রাস্টি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, হোসেন ব্যাপারী, আফজাল হোসেন পন্টি, তৌফিক ইমাম, মাহবুবুর রহমান এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

add-content

আরও খবর

পঠিত