নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষক, স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ভুলতা-মুড়াপাড়া সড়কে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, আইডিয়াল স্কুলের সভাপতি নুরুল্লা মেম্বার, প্রধান শিক্ষক জাহিদ হোসেন, সফিউদ্দিন শফী মোক্তার, খবির দেওয়ান মোকলেছ হোসেন, ওয়াহেদ মিয়া, সফিক মিয়া, মানসুরা বেগম, পিপাসা বেগম, আইরিন বেগম, ফাতেমা বেগম, হিরামনিসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, পাড়াগাঁও এলাকার বাবর আলীর ছেলে তরিকুল (৩৫) নিজেকে যুবলীগ পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছিলো। এছাড়া তরিকুল ইসলাম একজন চিহিৃত ব্যবসায়ী। গত রবিবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পাড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পাড়াগাও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামকে এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে জাহিদুল ইসলামের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা চলে যায়। এ ঘটনার প্রতিবাদে পাড়াগাঁও আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।