নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লার নবীনগর শাহ ওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে নাসির উদ্দিন, মিজানুর রহমান মিলন, মহিউদ্দিন প্রধান ও মো. কোরবান আলী প্রধান নির্বাচিত হয়েছে।
নির্দিষ্ট সময়ে নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিদ্যালয়ের নির্বাচনে এলাকায় ভিন্ন আমেজ লক্ষ করা গেছে। প্রার্থীদের মধ্যের ছিল টান টান উত্তেজনা। মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে শুরু হয়ে ভোট চলে একটানা বিকাল ৪ টা ২০ মিনিট পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২১৬ জন।
প্রার্থীদের মধ্যে নাসির উদ্দিন ৫৫৭(ব্যালট নং-৩), মিজানুর রহমান মিলন ৫৩১টি(ব্যালট নং-১), মহিউদ্দিন প্রধান ৩১৪টি(ব্যালট নং-৪), কোরবান আলী প্রধান ৩১৪টি (ব্যালট নং-২), শেখ জামাল ২১৪টি(ব্যালট নং-৫) ও রাজু আহম্মেদ ১৭৩টি(ব্যালট নং-৬) ভোট পান। ভোট গননা শেষে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী প্রার্থী নাসির উদ্দিন, মিজানুর রহমান মিলন, মহিউদ্দিন প্রধান ও মো. কোরবান আলী প্রধানকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। এসময় ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)মজিবুর রহমান, বক্তাবলী ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম মাষ্টার প্রমুখ উপস্থিত ছিলেন।