শাহ্ সিমেন্টের ট্রাকের ধাক্কায় হোন্ডারোহী ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : নারায়ণগঞ্জ গাবতলী আমেনা গার্মেন্টের পশ্চিম পাশের সড়কে শাহ সিমেন্ট এর ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন হোন্ডারোহী । মঙ্গলবার ২৬ এপ্রিল  সকাল ১০ টায় ফতুল্লা মডেল থানাধীন নারায়ণগঞ্জ পুলিশ লাইন সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। ফতুল্লা থানাধীন রওশন হাউজিং এলাকার বাসিন্দা মফিজুর রহমানের পুত্র আরাফাত রহমান ফতুল (২৩) নিহতরা হয়েছে। অপর একজন নাদিম সিয়াম (২২) কে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে নেয়া হয়েছে।  জানা যায়, মুন্সীগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে গাবতলী আমেনা গার্মেন্টের পশ্চিম পার্শে¦র সড়কে শাহ সিমেন্ট এর শাহ সিমেন্টের ট্রাক চালক বেপোরোয়াভাবে গাড়ি চালিয়ে হোন্ডারোহী আরাফাত রহমানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এবং তার সাথে থাকা অপরজন নাদিম সিয়ামকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়া হয়। এসময় উত্তেজিত জনতা শাহ সিমেন্ট এর (ঢাকা মেট্রো উ- ১১-১০৫৯) ট্রাক ও চালকসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফজলুল হক জানায়, মুন্সীগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে গাবতলী আমেনা গার্মেন্টের পাশে শাহ সিমেন্টের ট্রাক চালক বেপোরোয়াভাবে গাড়ি চালিয়ে হোন্ডারোহী আরাফাত রহমানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এরপর তার সাথে থাকা অপরজন নাদিম সিয়ামকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়া হয়েছে বলে জানতে পেরেছি। স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করেছে। বর্তমানে চালকসহ ট্রাকটি পুলিশ লাইনে আটক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত