নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। বুধবার (১৭ অক্টোবর) বিকেলে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বারদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন সোনারগাঁয়ের সন্তান এটিএম কামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাইফুল মোল্লা, দুলাল দাস, দেলোয়ার হোসেন দুলু, ওবাইদুল মিয়া, উজ্জ্বল কুমার বনিক, তানভির হোসেন, দিপক বনিক, শঙ্কর কুমার দাস, বিশ্বজিৎ চেইলাম, শুকলাল কুমার সূত্রধর, হরিদাস বনিক, মানিক শীল, স্বপন বনিক, প্রসেনজিৎ বনিক, আব্দুর রহমান প্রমুখ।
এর পূর্বে সকালে এটিএম কামাল নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা ও মন্ডপ পরিদর্শন করেন এবং দুপুরে তার পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ী মসলন্দপুর কবরস্থানে তার পিতা মরহুম আবু তাহের মাস্টারের কবর জিয়ারত করেন।