শামীম ওসমানের সা‌থে মু‌ক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতি‌বেদক) : নারায়ণগঞ্জ-৪ আস‌নের এম‌পি শামীম ওসমানের সা‌থে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে‌ছেন বাংলা‌দেশ বীর মু‌ক্তিযোদ্ধা সন্তান কমান্ড নারায়ণগঞ্জ জেলা ক‌মিটির নেতৃবৃন্দ। বুধবার (১লা ন‌ভেম্বর) বিকা‌লে না‌সিম ওসমান মে‌মো‌রিয়াল পা‌র্কে সংগঠ‌নের প‌ক্ষে নেতাকর্মীরা কুশল বি‌নিময় ক‌রেন এবং ফু‌ল দি‌য়ে শুভেচ্ছা জানা‌ন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, সংগঠ‌নের ‌জেলা ক‌মি‌টির সভাপ‌তি হুমায়ূন খা‌লেদ মুরাদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন‌ চিশ‌তি, সি‌নিয়র সহ সভাপ‌তি হা‌বিবুর রহমান সুমন, সহ সভাপ‌তি রহীম উদ্দিন সরদার, সাংগঠ‌নিক সম্পাদক লাভলু, প্রচার সম্পাদক আব্দুল ক‌রিম অপু, সদর উপ‌জেলা সভাপ‌তি হা‌মিম, সি‌দ্ধিরগঞ্জ থানা সভাপ‌তি শামীম, সাধা‌রণ সম্পাদক আফ‌রোজা সুলতানা ইতিসহ অন‌্যন‌্যরা।

add-content

আরও খবর

পঠিত