শামীম ওসমানের পক্ষে সানির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এমপি শামীম ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান দুই শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে গেপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে ও তার আদর্শ বাস্তবায়নে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার এবং বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে, স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে নিজেদের নিয়োজিত করার শপথ করেছেন নারায়ণগঞ্জ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

মোনাজাত শেষে জাতির পিতার সমাধিস্থলের বেদির সামনে কিছুক্ষন নীরবে একাকী দাড়িয়ে থাকেন সাফায়েত আলম সানি। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে সাফায়েত আলম সানি বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের পাঠাগার, গবেষনাকেন্দ্র, প্রদর্শনী হল, পাবলিক প্লাজা, প্রশাসনিক ব্লক, মসজিদ, উন্মুক্ত মঞ্চ, স্যুভেনির শপ ও তথ্যকেন্দ্র এক এক ঘুরে দেখেন।

এর আগে, মঙ্গলবার রাত ৩টায় ৪টি বাসযোগে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন সানি। বেলা সাড়ে ১০টার সময় টুঙ্গিপাড়ায় পৌছানোর পর কিছুক্ষন বিশ্রাম নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে সমাধিসৌধ কমপ্লেক্সে পৌছায় নেতাকর্মীরা।

এদিকে, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সদা সচেষ্ট থাকার শপথ নেন সাফায়েত আলম সানি। শপথ বাক্যটি নিম্নে হুবুহু তুলে ধরা হলো:

“আমি এই মর্মে শপথ গ্রহন করছি যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য সদা সচেষ্ট থাকবো।”

“আরো অঙ্গীকার করছি যে, দুর্নীতি, দুঃশাসন ও অপকর্ম থেকে নিজেকে বিরত রেখে সকল প্রকার লোভ ও লালসার ঊর্ধ্বে দেশ ও জাতির কল্যানে নিজেকে নিয়োজিত রাখবো।

“আমি শপথ করছি যে, মানবিক গুনাবলী সম্পন্ন প্রকৃত মানুষ হওয়ার জন্য সততা, নৈতিকতা ও ন্যায়পরায়নতা বাস্তবায়নের স্বার্থে সামাজিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে রাজনীতি চর্চাই আমাদের চলার পথের পাথেয় হবে।

“আমি আরো শপথ করছি যে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং তার সুযোগ্য তনয়া দেশরতœ, গণতন্ত্রের মানসকন্যা, বিশ^ মানবতার মা শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে নিমগ্ন থাকবো।

add-content

আরও খবর

পঠিত