শামীম ওসমানের নি‌র্দে‌শে যানজট নিরস‌নে সড়‌কে ছাত্রলীগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : জেলা প্রশাসনের সহযোগী হিসেবে  যানজট নিরসনে সড়কে নেমেছে ছাত্রলীগ। গণমানুষের দূর্ভোগ নিরসনে সাংসদ শামীম ওসমানের নির্দেশে  ছাত্রলীগের পাশাপাশি  নারায়ণগঞ্জ আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও তাদেরকে সহযোগীতা করছেন ।

মঙ্গলবার (১৫ মে) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোসহ ফতুল্লা বাজার ও পঞ্চবটি মোড়ে তারা অবস্থান নেন।

এ প্রসঙ্গে মহানগর আওয়ামীলীগের যুগ্নসম্পাদক শাহ্ নিজাম বলেন, জনতার সাংসদ, জনতার বন্ধু শামীম ওসমানের নির্দেশে জনতার দূভোর্গ লাগবে ছাত্র-জনতা মাঠে নেমেছে। আমরা আশা করি, নারায়ণগঞ্জবাসী স্বস্তিতে চলাচল করতে পারবে।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু  জানায়,  যানজটের দুর্ভোগ নিরসনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসামনের নির্দেশে জেলাপ্রশানকে  সহযোগীতায় মাঠে নেমেছে ছাত্রলীগ। সেই লক্ষ্যে ছাত্রলীগ সকাল সাড়ে ১১ টা  থেকেই শহরের চাষাড়া, ২ নং রেল গেইট ও  ব্যাংকের মোড়ে ট্রাফিক পুলিশদের সাথে একযোগে কাজ করে যাচ্ছে ।  এছাড়াও জনদুর্ভোগ কমাতে দুপুর ১২টা থেকে ফতুল্লা বাজার ও পঞ্চবটি মোড়ে ট্রাফিক পুলিশ সাথে অবস্থান নিয়েছে ছাত্ররা। দুই দিন ব্যাপী এই কর্মসূচী ছাত্রলীগকে সহযোগিতা করবে নারায়ণগঞ্জ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

রায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, যানজট নিরসনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে জেলা প্রশাসন কে সহযোগীতায় নারয়নগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ মাঠে নেমেছে। দুই দিনের এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ আমাদের সাথে রয়েছেন। সকলের সহযোগীতায় আজকেই এই উদ্যোগে বেশ সাড়া পাচ্ছি। আমি মনে করি নারায়ণগঞ্জের যানজট নিরসনে জনসচেতনতাই যথেষ্ঠ। ট্রাফিক আইনের প্রতি  সকলে একটু সচেতন হলে, যেখানে সেখানে গাড়ি পাকিং কিংবা ময়লা  আবর্জনা ফেলা থেকে বিরত থাকলে নারায়ণগঞ্জে যানজট থাকার কথা না।

add-content

আরও খবর

পঠিত