নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করতে আসে বিএনপির নেতাকর্মীরা। তবে পবিত্র স্থানে হাততালী দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে বিএনপির নেতাকর্মীরা। যেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সম্মানের সাথে কিন্তু সেখানে আনন্দ উল্লাসে আতঙ্কিত করে তুলে।
২১শে ফেব্রুয়ারি রবিবার প্রথম প্রহরের রাতে বন্দর কেন্দ্রীয় শহিদ মিনারে বিএনপির নেতা বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেন। সাথে উপস্থিত ছিলেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভুইয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশাসহ অন্যান্য নেতাকর্মীরা।
অপর দিকে, ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত থাকলে বিএনপির নেতাকর্মীরা দলীয় মিছিলে সরগরম করে আনন্দ উল্লাস করলে কোন প্রতিবাদ করতে দেখা যায়নি। কিন্তু তাৎক্ষনিক নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের আস্থাভাজন জেলা যুবলীগ নেতা খান মাসুদের কর্মী সমর্থকরা জয় বাংলা শ্লোগান দিলে শহীদ মিনার থেকে ছটকে পড়ে বিএনপির নেতাকর্মীরা।
পরে শহিদ মিনার অবমাননা করার প্রতিবাদে খান মাসুদের পক্ষে বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার ও লুৎফর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক করে একাধিক ব্যাক্তিরা বলেন, শহীদ মিনার একটি পবিত্র স্থান, আর স্থানে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে এসে হাততালী সহ বিভিন্ন স্লোগান আনন্দ উল্লাস করতে দেখা গেছে। পাশে আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিল। তারা প্রতিবাদ না করে নিশ্চুপ ভুমিকা পালন করতে দেখা গেছে। কিন্তু যুবলীগ নেতা খান মাসুদের কর্মী সমর্থকরা তাৎক্ষনিক প্রতিবাদ করতে দেখা গেছে।