নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৪ই ডিসেম্বর মঙ্গলবার এই দোয়ার আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. নুর হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীaর সাহেব চরমোনাই মনোনীত মেয়র পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মাও. দ্বীন ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার আহবায়ক মো. বিল্লাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হবে। র্যালীতে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা