শহীদদের প্রতি ফুল দিয়ে নারায়ণগঞ্জস্থান গ্রুপ এর শ্রদ্ধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত ) : মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান। ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার চাষাড়া বালুর মাঠ এলাকায় সকাল ৮:১৫ মিনিটে থেকেই বিভিন্ন এলাকা থেকে গ্রুপ এর সদস্যরা এসে জমায়েত হতে শুরু করে। পরে সেখান থেকে বড় আকারের জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে নারায়ণগঞ্জস্থান গ্রুপ এর সদস্যরা। এরপর সকাল ৯টায় র‌্যালির মাধ্যমে শহরের চাষাড়াস্থ বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় র‌্যালিটির নেতৃত্ব দেন গ্রুপ এডমিন আরিফিন রওশন হৃদয়। এছাড়াও উপস্থিত ছিলেন আভিজিত সাহা, মেহরাব হোসেন অপু, রেজওয়ান আমিন, নুর হোসেন হীরা, কামরুল হাসান, আলিফ, শুভ, সানি, স্নিগ্ধ হৈমন্তি, সোনিয়া, হিয়া আনজুম এরাবি, সহ ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান এর অন্যান্য মোডারেটর ও সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর জনপ্রিয় গ্রুপ নারায়ণগঞ্জস্থান গরীব অসহায়দের আর্থিক সাহায্য সহযোগিতা সহ সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের আয়োজন করে থাকে এবং বিভিন্ন কর্মসূচীও পালন করে থাকেন তারা।

add-content

আরও খবর

পঠিত