নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : শহরের দুটি দোকানে ক্রেতা সেজে ৭০ ভরি স্বর্ণ চুরি হওয়ার এক মাস পর তিন নারীসহ চার জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার বিকেলে সদর থানার এসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে যশোর ও যাত্রাবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিন লাখ ৭০ হাজার টাকা ও ২১ ভরি পাঁচ আনা স্বর্ণ।
গ্রেফতাররা হলেন, ঢাকা যাত্রাবাড়ী এলাকার আব্দুল হালিমের ছেলে সালাহউদ্দিন জুয়েলার্সের মালিক সালাহউদ্দিন, যশোরের অভয়নগর থানার হীরা পারভীন, সামিনা বেগম, তাসলিমা বেগম।
এসআই মিজানুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলাটি অধিক তদন্ত করতে দোকানের সিসি টিভি ফুটেজ দেখে পযবের্ক্ষণ করি। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে যশোর অভয়নগর রেলস্টশন থেকে এক নারী চোরকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে বাকিদের গ্রেফতার করা হয়।
এসআই আরো জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেফতারে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত ৭ নভেম্বর শহরের কালির বাজারের আল তাজিম জুয়েলার্স থেকে ৭০ ভরি স্বর্ণ চুরি করে। একই কৌশলে ১১ নভেম্বর সিঙ্গাপুর জুয়েলার্স থেকে চুরি করে। পরে তাদের দােকানের সিসিটিভি ফুটেজ দেখে দুই নারীকে শনাক্ত করে আল তাজিম জুয়েলার্সের মালিক সাইফুল ইসলাম তুহিন। পরে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে ।