শহরের ফুটপাতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফুটপাত জনগণের জন্য মুক্ত করার লক্ষ্যে অবৈধ দখলদার ও দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর বিকালে নগরীর প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক, শহীদ মিনার, বালুর মাঠ এলাকা, নূর মসজিদ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের  নেতৃত্বে এ অভিযানে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, বিপুল পরিমাণ পুলিশ সদস্য ও  পরিচ্ছন্ন কর্মীরা অংশগ্রহণ করেন।

উচ্ছেদ অভিযানে নগরীর বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনা ও হকারদের দোকান উচ্ছেদ করা হয়। শহীদ মিনার ও অন্যান্য স্থানে অবৈধভাবে পার্ক করা গাড়িগুলোকে মৌখিকভাবে সতর্ক করে ফুটপাত অবমুক্ত করা হয়।

কেন্দ্রীয় শহীদ মিনার ও তার পাশ্ববর্তী ফুটপাতের হকার ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে প্রায় নাসিকের পরিচ্ছন্ন কাজে ব্যবহৃত দুই ট্রাকে বাজেয়াপ্ত করা জিনিস ওঠানো হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, মানুষ সচেতন না হলে কোন কিছুই সম্ভব না। আমরা ফুটপাত সাধারণ মানুষের জন্য অবমুক্ত করতে প্রতিনিয়ত এ অভিযান চালাচ্ছি। সবাইকে সচেতন হতে হবে। ফুটপাত দখল করে থাকা চলবে না।  আমরা ভ্রাম্যমাণ আদালত অভিযান করছি। এ অভিযান অব্যাহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত