শহরের জুয়ার আস্তানায় আটককৃত ২৮ জুয়াড়ির মিলেছে পরিচয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সংলগ্ন ৩ নং মাছ ঘাটের দীর্ঘ দিনের জুয়ার আস্তানায় আটক ২৮ জন জুয়াড়ির নাম প্রকাশ করেছেন র‌্যাব-১১। ৪ আগস্ট রবিবার গন্যমাধ্যমে এসকল তথ্য প্রেরন করা হয়। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী পিপিএম এক বিবৃতে জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ন এলাকায় মাদকের আখড়া ও জুয়ার আসর বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত র‌্যাব-১১ দল এর অভিযানে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সংলগ্ন ৩নং মাছঘাটের জুয়ার আস্তানায় এক বিশেষ অভিযানে ২৮ জন জুয়াড়িকে হাতে-নাতে আটক করেন। আটককৃতরা হলো :  ১/ মো. বাদশা (৫০), ২/ লাল মিয়া (৫০), ৩/ মো. রতন (৪৫), ৪/ মো. জনি (৩২), ৫/ মো. কুদ্দুস মোল্লা (৪৮), ৬/ টিটু চন্দ্র দাস (৩০), ৭/ মো. নুর হোসেন (৫৫), ৮/ আবুল হোসেন (৪৫), ৯/ মো. মিন্টু (৪০), ১০/ মো. আলামিন (৩৫), ১১/ মোহাম্মদ আলী (৪৫), ১২/ মো. টিটু সুলতান (৩৬), ১৩/ টিটু চন্দ্র দাস (৩১), ১৪/ মো. আশাদুল (২৮), ১৫/ মো. নজরুল ইসলাম (৪৫), ১৬/ মো. শরিয়ত (৩৪), ১৭/ রতন (৫০), ১৮/ মো. আজাদ হোসেন (৩৪), ১৯/ মো. আওলাদ হোসেন (৫২), ২০/ মো. বিল্লাল হোসেন (৫০), ২১/ মো. চুন্নু (৩৯), ২২/ মো. দিদার হোসেন (৪০), ২৩/ মো. আলী আজগর (৩৫), ২৪/ মো. নুর উদ্দিন (৪৫), ২৫/ মো. শরিফুল ইসলাম (৪০), ২৬/ মো. কামাল ওরফে জুয়েল (৪৫), ২৭/ মো. সাইফুল ইসলাম (৪৫) ও ২৮/ মো. কবির (৫৫) এবং তাদের দখল হতে ৪৫০ পিস ইয়াবা, নগদ ৪৭ হাজার ৫০০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা জুয়াড়িদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে নানা কায়দায় চলে আসছিল মাদক এবং জুয়ার আসর। কখনো বাসের ভিতরে আবার কখনো ২-৩ বাস রেখে মাঝে চলতো এই মাদক ও জুয়ার আসর। সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ৩নং মাছ ঘাটের পাশে রেলওয়ের খালি জায়গা দখল করে বাশ ও ছাউনি দিয়ে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকার খেলা হয়।

উপস্থিত স্বাক্ষী, স্থানীয় লোকজন ও আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। আটককৃতদের মধ্যে ৪ জন (মো. বাদশা, লাল মিয়া, মো. রতন ও মো.জনি) জুয়া খেলার পাশাপাশি জুয়ার আসরে আগত জুয়াড়িদের কাছে ইয়াবা বিক্রয় করে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা ও মাদকের আখড়া বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সংলগ্ন ৩ নং মাছ ঘাটের দীর্ঘ দিনের জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিয়েছে র‌্যাব-১১ এর একটি দল। ৩রা আগস্ট শনিবার রাত ৮ থেকে ৯ টা পর্যন্ত র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। প্রায় এক ঘণ্টা ব্যাপী চলা র‌্যাবের এ অভিযানে জুয়ার আস্তানায় জুয়ার আসর থেকে আটক করা হয়েছে ২৮ জন জুয়াড়িকে। পাশাপাশি তাদের কাছ থেকে ৪৫০ পিস বিপুল পরিমানে ইয়াবা ও নগদ ৪৭ হাজার ৫০০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি করেন র‌্যাব।

add-content

আরও খবর

পঠিত