শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় দ্বি-খন্ডিত লাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় সুমন (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২৮ই জুলাই শুক্রবার দিবাগত রাত ১ টায় তাঁর কক্ষ থেকে মেঝেতে পড়ে থাকা দ্বি-খন্ডিত অবস্থায় তাকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। আত্মহননকারী রিজভী আহমেদ সুমনের পিতা –মৃত: ওয়াদুদ খন্দকার। সুমন উল্লেখিত এলাকার লুৎফর রহমানের বাসায় ৫ তলা দালানের ছাদের উপর রুমটি ভাড়া নিয়ে বসবাস করত। এ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (ক) মো: শরফুদ্দিন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল উদ্দিন, ওসি তদন্ত মো: শাহজালাল।

এ ব্যপারে ঘটনাস্থলে আসা পুলিশের উপ-পরির্দশক মো: আব্দুস সবুর খান বলেন, বাড়ির মালিক রুমটি বেশ কয়দিন তালাবদ্ধ থাকায় সন্দেহ করায় আমাদের ফতুল্লা মডেল থানায় সংবাদ জানায়। এ সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে তালাবদ্ধ রুমটি ভেঙ্গে যুবকের লাশটি মেঝেতে পড়ে থাকতে দেখতে পাই। এসময় ফ্যানের সাথে ওড়না পেচানো ফাঁসটি ঝুলানো ছিল। অনেক দিন ঝুলে থাকার পর পচনের কারনে লাশটি নিচে পড়ে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানায়, যুবকটি বিবাহিত। র্দীঘ কয়েক বছর যাবত এই বাসায় ভাড়া থাকে। গত দুই থেকে তিন বছর হবে স্ত্রীর সাথে তালাক হয়ে যাওয়ায় এখানে সে একাই বসবাস করছে। তাঁর ৬ বছর এবং ৩ বছরের দুইটি সন্তান রয়েছে।

ফতুল্লা মডেল থানা ওসি কামাল উদ্দিন এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটির অবস্থা দেখে ধারনা করা যাচ্ছে আত্মহত্যা করেছে। আত্মহননকারী যুবকটির লাশ প্রায় ২০-২৫ দিন ধরে ফাঁস দিয়ে ঝুলে থাকার কারণে একর্পযায় মাথা থেকে শরীর বিচ্ছন্ন হয়ে দ্বি-খন্ডিত হয়ে গিয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১ শত শয্যা হাসপাতালে পাঠিয়েছে।

add-content

আরও খবর

পঠিত