শবে বরাত উপলক্ষে না.গঞ্জ কবরস্থান ও মসজিদে আলোকসজ্জ্বা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র শবে বরাত উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ও দায়িত্ব প্রাপ্ত ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের তত্ত্বাবধানে প্রতি বছরের মত এবারও নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় কবরস্থানে জিয়ারতের জন্য আলোকসজ্জ্বার ব্যবস্থা ও সিটি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে মুসল্লিদের রাতব্যাপী  ইবাদত বন্দেগীর সুবিধার্থে বিকল্প বিদ্যুৎ, অজুর জন্য অতিরিক্ত পানি ও একাধিক অস্থায়ী টয়লেটের ব্যাবস্থা করা হয়।

এছাড়াও শহরের বিভিন্ন মসজিদ ও কবরস্থানে আলোকসজ্জ্বার পাশাপাশি হালকা ঝিকির ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় কবরস্থান ও নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের দায়িত্ব প্রাপ্ত ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, প্রতি বছরের মত এবারও নাসিকের উদ্যেগে মুসল্লিদের সুবিধার্থে আমরা গত এক সপ্তাহ আগে থেকে পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোর ব্যাবস্থা সহ আনুসাংগিক কাজ শুরু করেছি। আশাকরি এবার মুসল্লিরা আরো নির্বিঘ্নে শবে বরাতে কবর জিয়ারত ও ইবাদত বন্দেগী করতে পারবে। নাসিকের পক্ষ থেকেও কবরবাসীদের ও রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর খোরশেদ।

কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ আরো বলেন, ইতিমধ্যে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সুদৃশ্য সীমানা দেয়ালের কাজ শেষের পথে। তিনি মসজিদের জন্য ১০০ কেভির জেনারেটর ক্রয় ও ১০ তলা মিনার তৈরীর কাজে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেছেন।

add-content

আরও খবর

পঠিত