শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্ট ) : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ৭৭ আর দ্বিতীয়টি ৬৭ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি টাইগারদের জন্য মান রক্ষার লড়াই। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনের স্যাক্সটন ওভালে মাঠে নামবে বাংলাদেশ।  ম্যাচটি সরাসরি দেখাবে বিটিভি এবং চ্যানেল নাইন।

এই ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে একাধিক পরিবর্তন। দলে ফিরিয়ে আনা হতে পারে সৌম্য সরকারকে। তবে সৌম্য না ফিরলে দলে জায়গা পেতে পারেন মেহেদী হাসান মিরাজ।

মুশফিকুর রহিমের ইনজুরির কারণে উইকেটরক্ষক হিসেবে মূল দায়িত্বটা থাকবে নুরুল হাসান সোহানের উপর। পেসার শুভাশিষ রায়কে বসিয়ে সুযোগ পেতে পারেন রুবেল হোসেন। তবে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজুর রহমানেরও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত