নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সকল অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে কোপা আমেরিকার আসর। প্রথম ম্যাচে স্বাগতিক দল ব্রাজিল জয় পেলেও আমেরিকায় জয়ের লক্ষ্যে আজ রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রপ পর্বের প্রথম ম্যাচে আকাশী নীলদের প্রতিপক্ষ চিলি। ১৪ই জুন সোমবার দিবাগত রাত ৩ টায় ম্যাচটি শুরু হবে । এর পরেই, ১৫ই জুন মঙ্গলবার সকাল ৬টায় লড়বে এই গ্রুপেরই দুই দল প্যারাগুয়ে–বলিভিয়া।
এবার একটু পেছনে ফেরা যাক। ব্যাক টু ব্যাক দুই ফাইনাল। দুইবারই চিলির কাছে পেনাল্টি শ্যুটআউটে হার। ১৯৯৩ সালে শেষ বার কোপা আমেরিকা জিতে। এরপর হতাশা নিয়েই নিয়েই বাড়ি ফেরা। যদিও এবার মেসির নেতৃত্বে কোপা জিততে মরিয়া আর্জেন্টাইনরা।
আবারও সামনে ভাগ্য বদলানোর মিশন। চলতি বছরের টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল ঘরের মাটিতেই। করোনায় বদলে গেছে ভেন্যু। খেলতে হবে ব্রাজিলে গিয়ে। খরা কাটানোর পথে প্রথম বাধা ঐ চিলি। নামে ভারে এই ম্যাচের সাথে টুর্নামেন্টেরও অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। সে তো সব সময়ই থাকে। দারুণ সব দল নিয়েও ভাগ্যে যে শিকে ছেড়ে না আর্জেন্টিনার।
বিশ্বকাপ আর কোপা মিলিয়ে চারটা ফাইনাল খেলেছে মেসির আর্জেন্টিনা। প্রতিবারই শিরোপার লড়াইয়ে খালি হাত। ভাগ্য বদলাতে কোচ লিওনেল স্কালোনি তাই পরিকল্পনা পাল্টেছেন। কমিয়েছে মেসি নির্ভরতা। আকাশী নীলদের খেলাচ্ছেন দল হিসেবে। ফলও আসছে।
চলতি মাসেই বিশ্বকাপ বাছাই পর্বে চিলির পর কলম্বিয়ার সাথে খেলেছে আর্জেন্টিনা। কোপার লড়াইয়ে নামার আগে প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ২–২ গোলে ড্র করে মেসিরা। একাদশে গোলকিপিংয়ে এমিলিয়ানো মার্টিনেজ ফার্স্ট চয়েজ। ঐ দুই ম্যাচ খেলেই নিজের জাত চিনিয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো। ফয়েথ, তাগলিয়াফিকোর সাথে আছেন ওটামেন্ডিরা। মিডফিল্ডে পারাদেস, ডি পল নিশ্চিত। ফরওয়ার্ড লাইনে ডি মারিয়া, লাউতারো মার্তিনেজের সাথে মেসি। শক্তিমত্তায় এগিয়ে থাকলেও চিলির সাথে কাজটা সহজ হবে না মোটেও। এদিকে, শক্তিশালী দল নিয়েই এবার কোপা মিশনে নামছে চিলি। দুই দলের লড়াই শুরু হবে সোমবার দিবাগত রাত ৩টায়। সরাসরি খেলা শুরু হবে সনি সিক্স চ্যানেলে। এছাড়াক ওয়েব প্ল্যাটফর্ম সনি লিভ দেখাবে ম্যাচটি।
সম্ভাব্য একাদশ:
আর্জেন্টিনা : হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস একুনা, জিওভানি লো সেলসো, লিয়েন্দ্র পারেদেস, এঞ্জেল দি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেজ।
চিলি : ক্লদিও ব্র্যাভো, মরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলেরমো মারিপান, ইউজেনিও মেনা, আর্তুরো ভিদাল, এরিক পুলগার, চার্লস আরাঙ্গুইজ, জিন মেনেসেস, ফেলিপে মোরা, এডুয়ার্ড ভার্গাস।