নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা পক্ষের শক্তিকে বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। শকুনীরা মরণ আঘাত হানার জন্য ঐক্যবদ্ধভাবে প্লান করছে। তারা লিস্ট করে আসন্ন নির্বাচনের রাতে আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করবে। এখন আওয়ামীলীগের নেতাকর্মীদের কোন্দল করার সময় না। আর কোন্দলের কোন সুযোগও নেই। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। ৯ই আগস্ট বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জপুলস্থ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ মাঠে থানা আওয়ামীলীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রিয়াজ উদ্দিন রেনুর সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম, সাদেকুর রহমান সাদেক, সাধারন সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্ধিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, তথ্য ও গবেষনা সম্পাদক হাজী সালাউদ্দিন, আইন সম্পাদক এড. আ: লতিফ।
তিনি আরো বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা বুঝি। ষড়যন্ত্র শুরু না হলে রূপগঞ্জের পূর্বাচলে এতো অস্ত্র পাওয়া যায় না। এ অস্ত্র সরকারকে সহায্য করার জন্য আনা হয় নাই। সেখানে শতাধিক মেশিনগান, এসএমজি, রকেট লাঞ্চার, এলএমজি ও গ্রেনেড পাওয়া গেছে, আর তা নারাণগঞ্জের পুলিশই উদ্ধার করেছে। এ অস্ত্র কার জন্য আনা হয়েছে? ওইখান দিয়েইতো সব বিমান উড়ে যায়। ওইখান দিয়েইতো আমার নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিমান দিয়ে উড়ে যান এবং ওই জায়গা দিয়ে একদম নিচুঁ দিয়ে বিমান উড়ে যায়। ওরা কি করতে চায়। ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনা ও দেশকে ধ্বংস করতে ঐক্যবদ্ধ হয়েছে। আমার নেত্রী শেখ হাসিনার উপর আল্লাহর রহমত আছে। কোন ষড়যন্ত্রকারী অপশক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না।
শামীম ওসমান বলেন, ইচ্ছে করলে নারায়ণগঞ্জ শহর থেকেই ৫০ হাজার লোক জড়ো করে একটি র্যালী করতে পারি কিন্তু আমরা চাই এই জিনিসটি প্রমান করতে নারায়ণগঞ্জে যারা চারিদিকে খেলা শুরু করেছে, ষড়যন্ত্র শুরু করেছে এই র্যালীর পর, এই জনগনের পায়ের আওয়াজের পর, আওয়ামীলীগের নেতাকর্মীদের বজ্রমুষ্টি হাতে কালো পতাকা দেখার পর তারা যাতে বুঝে না আওয়ামীলীগের সাথে খেলায় পেরে উঠা যাবে না।নিজের ইচ্ছাই যাতে ঘরে ঢুইকা যায়, মাইরা যেন ঘরে ঢুকাইতে না হয়। আমরা এ ভাবেই জমায়েতটা করতে চাই। আপনারা সর্বশক্তি দিয়ে ঐ শোক র্যালীতে অংশগ্রহন করনে।
এছাড়াও উপস্থিত ছিলেন, থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, থানা ছাত্রলীগের আহ্বায়ক ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমূখ।