নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রমের কোটি কোটি টাকা লুটপাটকারী সাংবাদিক শংকর কুমার দের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে লোকনাথ ব্রহ্মচারির ভক্তবৃন্দ। ৩ অক্টোবর বুধবার বিকাল ১:৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, ১৫৬ বছর পূর্বে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। এ আশ্রমে দেশ বিদেশের অনেকে ভক্তবৃন্দ অনেক অনুদান প্রদান করেন। এছাড়াও লোকনাথ ব্রক্ষ্মচারীর তিরোধান উৎসব, অন্ন প্রসন অনুষ্ঠানে প্রচুর অনুদান আসে এই আশ্রমে।
ভক্তদের দাবি, গত ২০১১ থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত শঙ্কর কুমার দে এই আশ্রমের সাধারণ সম্পাদক পদে থাকাকালিন সময়ে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এছাড়াও আশ্রমের ভেতরে মাদকসেবীদের আড্ডাখানা সহ সন্ত্রাসীদের জন্য ক্লাবঘরও নির্মাণ করায় তার বিরুদ্ধে ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারী লোকনাথের ভক্তবৃন্দসহ সোনারগাঁবাসী ব্যাপক আন্দোলন করে এবং আশ্রম থেকে শঙ্কর কুমার দে’কে বিতাড়িত করে।
তারা আরো বলেন, এরপর আন্দোলনের পর তৎকালিন জেলা প্রশাসক আশ্রমের দায়িত্বভার গ্রহণ করেন এবং তার দায়িত্বের চার মাসের মধ্যে শঙ্কর কুমার দে চক্রের ব্যাপক লুটপাটের বিষয়টিও ধরা পড়ে। পরবর্তীতে জেলা প্রশাসক রমেশ ঘোষ ও বিজয় কৃষ্ণ মোদির নেতৃত্বে গঠিত কমিটি’র কাছে দায়িত্ব হস্তান্তর করেন। রমেশ ঘোষ ও বিজয় কৃষ্ণ মোদির কমিটি দুই বছর পর্যন্ত ভালোভাবে পরিচালিত হচ্ছিলো। কিন্তু শঙ্কর কুমার দের পৌষ্য মাদকসেবী, সন্ত্রাসীরা আশ্রমের ভেতর ঢুকে ব্যাপক তান্ডব চালায়। পরবর্তীতে উপদেষ্টা কমিটির কয়েকজন ব্যক্তি তাদের হীন উদ্দেশ্য সাধন করার জন্য শঙ্কর কুমার দে’কে সদস্য সচিব পদে নিয়োগ প্রদান করে। নিয়োগ পাওয়ার ফলে লোকনাথের ভক্তবৃন্দের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এর ফলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই কোন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার পূর্বেই শঙ্কর কুমার সহ তার অনুসারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি।
এ সময় বক্তব্য রাখেন, হিন্দু মহাজোট সোনারগাঁয়ের সভাপতি নির্মূল কুমার সাহা, হিন্দু মহাজোটের আহ্বায়ক এড. রনজিত কুমার দে, ডা. স্বপন শীল, জাগো হিন্দু পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমিত রায়, স্বপন দাস, রতন বনিক, সুমন কুমার সাহা, অসিত বনিক, বিশ্বজিত বনিক, নির্মল দাস, নারায়ণ সাহা ও প্রমূখ।