নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. গাজী বিশ্বাস (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব–১১। এ সময় তার কাছ থেকে থেকে ৪৭০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫ হাজার ৩ শত ২০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৬ই ডিসেম্বর সোমবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব–১১ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার মো. গাজী বিশ্বাস (৩২) ফরিদপুরের মধুখালীর পশ্চিম গারাখোলা এলাকার মো. মালেক বিশ্বাসের ছেলে বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে র্যাব–১১ এর স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম জানান, গ্রেফতার আসামি একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে তিনটি লোহার তৈরি মোটা পাইপের ভেতর স্কচটেপ দিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবা সরবরাহ করছিলেন। সোমবার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় ক্রয়–বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।