নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্যাকেজিং ব্যবসায়ী লিমনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দাবী করেছে সাধারন ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর শেরে বাংলা রোডের আ: হাকিমের ছেলে তরিকুল ইসলাম লিমন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার বাসায় পুলিশ এসেছিল শোনতে পেয়ে গত ১৭ সেপ্টেম্বর রাতে সৎ সাহস নিয়ে তিনি নিজেই ফতুল্লা থানায় গিয়ে অফিসারদের জিজ্ঞাসা করলে এসময় গ্রেফতার হন লিমন। পরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত রিমান্ড আবেদন বাতিল করে লিমনকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
সূত্র মতে জানা যায়, নারায়ণগঞ্জের শিল্প নগরী বিসিকসহ আশেপাশের ঝুট সেক্টরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত একই এলাকার নুর আলম ও শামীম গং । তারা প্রতিনিয়তই বিভিন্ন গার্মেন্টস মালিকদের ভয় ভীতি দেখিয়ে তাদের ঝুট ছিনিয়ে নিয়ে যেত। আর সেইসব অপকর্মের প্রতিবাদ করে বাধা হয়ে দাড়ায় ব্যবসায়ী লিমন। তাই পথের বাধা হয়ে দাড়ানো ব্যবসায়ী লিমনকে সরিয়ে দিতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে ঝুট সন্ত্রাসী নুর আলম ও শামীম গং বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরা।
তবে সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিয়ে লিমনকে মুক্ত করার এবং নারায়ণগঞ্জের চিহ্নিত ঝুট সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে তাদের সুষ্ঠ বিচারের দাবীতে সোচ্চার হচ্ছে নারায়ণগঞ্জের সচেতন ব্যবসায়ীরা। এবং তারা অবিলম্বে ব্যবসায়ী লিমনকে মুক্তি দিয়ে প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানিয়েছেন।