নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাংসদ শামীম ওসমানের স্ত্রী-লিপি ওসমানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর বুধবার বাদ আসর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট নিজ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্বে খান মাসুদ বলেন, বিশ্ব মহামারী করোনাকালীন সময় তাঁর সর্বোচ্চ প্রচেষ্টায় নারায়ণগঞ্জের অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। স্কুল-কলেজ ও সামাজিক কাজে ব্যপক অংশগ্রহণের মাধ্যমে যিনি ইতিমধ্যে নারায়ণগঞ্জবাসীর কাছে মহীয়সী নারী হিসাবে খেতাব লাভ করেছেন। আমি তার দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করছি।
দোয়া পরিচালনা করেন বন্দর বেবিস্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সুফিয়ান আল কাদরি।
দোয়ায় অংশগ্রহণ করেন বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ডালিম হাসান, মোঃ হোসেন, সানি খান, আরিফুল ইসলাম হীরা, রাজু আহমেদ, রাজিব, মোখলেস প্রমুখ।
প্রসঙ্গত, করোনাকালে নারায়ণগঞ্জবাসীর পাশে যে কয়জন ছিলেন তাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। দেশের ক্রান্তিলগ্নে অতীতের ধারাবাহিকতায় বর্তমানেও ঐতিহ্যবাহী ওসমান পরিবার প্রশংসনীয় ভূমিকা অব্যাহত রেখেছেন সালমা ওসমান লিপি ও শামীম ওসমানসহ পরিবারের অন্য সদস্যরা। নারায়ণগঞ্জে করোনার সংক্রমনের শুরুতে অসহায়দের পাশে যখন কাউকে পাওয়া যাচ্ছিলো না, তখন সর্বপ্রথম নারায়ণগঞ্জ চাঁনমারী বস্তিতে ত্রান পাঠিয়ে মানুষের পাশে দাঁড়ান লিপি ওসমান।
করোনা কালে কখনও খাদ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। আবার কখনো করোনা আক্রান্ত পরিবারের জন্য বাড়িয়ে দিয়েছেন সহযোগীতার হাত। সংকট কালিন সময়ে করোনায় আক্রান্তদের ব্যবস্থা করেছেন চিকিৎসার। দিয়েছেন হাসপাতালে বেড ও অত্যাধুনিক অক্সিজেন সিলিন্ডার। অর্থ দিয়ে সহযোগীতা করেছেন হাজারও মানুষকে। যখনই খবর পেয়েছেন, কিংবা গণমাধ্যমে–স্যোশাল মিডিয়াতে কোন অসহায় মানুষের সংবাদ প্রকাশ হয়েছে লিপি ওসমান নিজেই ছুটে গিয়েছেন। কিংবা পাঠিয়েছেন তার প্রতিনিধি। দিয়েছেন সাহস, করেছেন সার্বিক সহযোগিতা । করোনার ভয়ে মানুষ লাশ ধরছে না। সেই সময় স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে দাঁড়িয়ে পিপি থেকে শুরু করে নানা সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন তিনি। করবস্থানে লাশ দাফনে বাধা দিলে নিজে ব্যবস্থা নিয়ে করোনা লাশ দাফন করিয়েছেন। ক্ষুধার জ্বালায় ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে থাকা মানুষেরে বাসায় রান্না করা খাবার বিতরণ করেছেন।
করোনার প্রথম থেকেই শহরের ভাসমানদের মাঝে রান্না করা খাবার বিতরণের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ান লিপি ওসমান। করোনায় আর্থিক সংকটে যোগালি বনে যাওয়া ফুটবলার আরিফ নিপুনকে আর্থিক সহায়তা দিয়ে মাঠে ফেরান লিপি ওসামন । মূলত করোনার প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অনুকরণীয় দৃষ্টন্ত স্থাপন করেন ওসমান পারিবারের এই পুত্রবধূ।
উল্লেখ্য, সাংসদ পত্নী সালমা ওসমান লিপি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসলোশনে রয়েছে।