লিংক রোডে চলন্ত ট্রাকেই চালকের র্মমান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলন্ত ট্রাকেই একজন অজ্ঞাত চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ৬ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় ফতুল্লা থানাধীন চাঁনমারী এলাকায় স্বপ্নডানা স্কুলটির বিপরীতে মহাসড়কে এই র্দূঘটনাটি ঘটে।

প্রতক্ষর্দশী  জহির নামে একজন গাড়ি চালক জানায়, লোহার কয়েল বোঝাই করা মালবাহী (ঢাকা মেট্রো-ট-১৬-৮০৫৯)  ট্রাকটি চলন্ত অবস্থায় সামনে এগিয়ে আসছিল হঠাৎ চেসিস ভেঙ্গে গেলে চালক ও হেলপার গাড়িতেই চাপা পড়ে। আমি দৌড়ে এসে তেলের পাইপ খুলি এবং গাড়ির র্স্টাট বন্ধ করে দেই। পরে আমি ও স্থানীয়রা একত্রিতভাবে হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। কিন্তু চালক ট্রাকটিতে চাপা পড়ে থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) শাফীউল আলম জানান, গাড়ির ফিটনেস অনুযায়ী  ট্রাকটিতে অতিরিক্ত মাল বোঝাই ছিল। প্রায় ১০টন লোহার কয়েল ট্রাকটিতে রয়েছে। এই ট্রাকটি পাগলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। অতিরিক্ত ওজনের চাপে চেসিস ভেঙ্গে চাপা পড়লে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। তার সাথে থাকা হেলপারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেছে। নিহত চালকের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের ডাকা হলে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১শ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত