লায়ন্স ক্লাব অব নাঃগঞ্জ ইন্টারন্যাশনাল শীতলক্ষ্যার উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : শনিবার ২২ অক্টোবর সকালে লায়ন্স ক্লাব অব নাঃগঞ্জ ইন্টারন্যাশনাল শীতলক্ষ্যা উদ্যোগে অক্টোবর সার্ভিস মাস ২০১৬ উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বাংশার প্রাইমারী স্কুলে শিক্ষা সামগ্রী  বিতরণ করেন মাননীয় জেলা গর্ভনর ৩১৫-অ২ লায়ন এমকে বাশার পিএম, জেএফ।

এসময় আরো উপস্থিত ছিলেন লায়ন ফারুক মঈন পি.ডি.জি, লায়ন হাবিবা হাসান, পিএম, জে.এফ, লায়ন ইফ্তেখার আঃ পূলক পরিচালক (লায়ন ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা) লায়ন ইফ্তেখার আলম রনি, লায়ন মোঃ আমিরুজ্জামান ভূইয়া উল্লাস, লায়ন ইঞ্জিনিয়ার রাবিয়া জামাল লিসা, লায়ন জামান, লায়ন রবীন ও অন্ন্যান্যরা।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত