নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও চিকিৎসা, হার্টেে চিকিৎসা, গাইনী চিকিৎসা, ঠোঁট ও তালু কাটা চিকিৎসা সেবাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা ও ঔষধ বিতরণ করা হয়।
১৩ অক্টোবর শনিবার সকাল ১০টায় মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করা হয়। শহরের নিউ মেট্রো হল সংলগ্ন দক্ষিন কুমুদিনী বাগান এলাকায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সারা দিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পটিতে বিনামূল্যে সকল সেবা প্রদান করা হয়।
অক্টোবর সেবা পক্ষ কার্যক্রম হিসেবে এই মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শাহ্ ফয়েজ উল্লাহ্ (ফয়েজ)। বেলা ১২টায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের গভর্নর হাবীবা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, সমাজসেবক শাহ্ ফয়েজ উল্লাহ্ (ফয়েজ), ডা. মিজানুর রহমান, ডা. সাঈদ আহমেদ, ডা. নেছার হাসান তমাল।
প্রধান অতিথির বক্তব্যে গভর্নর হাবীবা হাসান বলেন, লায়ন্স ক্লাব নিয়মিত আর্ত মানবতার সেবায় নিয়োজিত। নিয়মিত গরিব মানুষকে সেবা দিয়ে আসছে। আশা করি এভাবে ভবিষ্যতেও তাদের এইসব কার্যক্রম অব্যাহত থাকবে। সাংসদ হোসনে আরা বেগম বাবলী বলেন, আজকে যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে মানুষের সেবা করে যাচ্ছেন আমি তাদের সাধুবাদ জানাই। আজকে যেমন তারা চিকিৎসা সেবা দিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন, আমি আশা করবো ভবিষ্যতেও তারা মানুষের পাশে থাকবেন।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে শাহ্ ফয়েজ উল্লাহ বলেন, মানব সেবা করার এই সুযোগ যারা করে দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সকলের সহযোগিতার কারণে এই আয়োজন সাফল্যমন্ডিত হতে পেরেছে। আমরা এ পর্যন্ত বিনামূল্যে ২ জনকে কর্নিয়া স্থ্াপন ও ২৮ জনের চোখের ছানির চিকিৎসা দিয়েছি। আমি এই সংগঠনটির দীর্ঘায়ু কামনা করছি। আমি সবসময় এই সংগঠনটির সাথে থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকবো। আলোচনা সভা শেষে সংগঠনটির পক্ষ থেকে গভর্নর হাবীবা হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও ডা. মিজানুর রহমান, ডা. সাঈদ আহমেদ, ডা. নেছার হাসান তমালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের সভাপতি মো. সাইদুল্লাহ হৃদয়, অক্টোবর সেবাপক্ষের চেয়ারম্যান সাইদী আফরোজ মুক্তি, ডায়াবেটিক ক্লাবের কো-অর্ডিনেটর ইমরান ফারুক মাইন, জিসান, লিও ক্লাব অব নারায়ণগঞ্জের সভাপতি রুবেল দাস, সাইফুল আলম বিপ্লব, গল্পো, মো. ইউনুস, সেলিম, রোমান, পাভেল, মালেক, বাবু, মীর্জা মনির, সুমাইয়া, কালু মাতবর, রাজু, উত্তম দাস প্রমুখ।