লাঙ্গলে ভোট চাইলেন বিএনপি নেতা হান্নান সরকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল জাতীয়পার্টির এমপি প্রার্থী একেএম সেলিম ওসমানের নির্বাচনী সভায় সভাপতিত্ব করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দপ্তর সম্পাদক হান্নান সরকার। তিনি বিএনপির আন্দোলন সংগ্রামের ঘটনায় বেশকটি নাশকতার মামলায় আসামী। তবে তিনি এর আগেও সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিলেন। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন সেলিম ওসমানকে নির্বাচিত করতে যত টাকা লাগে তিনি খরচ করবেন।

এখানে উল্লেখ্য যে, এছাড়াও এর আগে বৃহস্পতিবার বিএনপির কাউন্সিলর সুলতান আহমেদের সভাপতিত্বেও সেলিম ওসমানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এ আসনে সেলিম ওসমানের পক্ষে সরাসরি নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকু, দপ্তর সম্পাদক হান্নান সরকার, সিটি কর্পোরেশনের বিএনপির কাউন্সিলর সুলতান আহমেদ, কাউন্সিলর গোলাম নবী মুরাদ সহ বিএনপির বেশকজন কাউন্সিলর। তারা নিয়মিত সেলিম ওসমানের নির্বাচনী সভায় গিয়ে সেলিম ওসমানকে নির্বাচিত করার ঘোষণা দিচ্ছেন। এ আসনে বিএনপি থেকে কাউকে মনোনিত করা হয়নি। এখানে ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরামকে ধানের শীষ প্রতীকে মনোনিত করা হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডে বন্দর শাহী মসজিদ এলাকায় সেলিম ওসমানের নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ও কাউন্সিলর হান্নান সরকার। ওই সময় হান্নান সরকার লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিএনপি নেতা হান্নান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা লীগের সভাপতি ড. শিরিন বেগম, নারায়ণগঞ্জ আদালতের পিপি অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টির আহ্বায়ক আবুল জাহের প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত