নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির মনোনিত লিয়াকত হোসেন খোকার পক্ষেই লাঙ্গলের ভোট চাইবেন আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমান স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত কায়সার! যিনি আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোটের লিয়াকত হোসেন খোকার সুনিশ্চিত বিজয়ে অনেকটাই বাঁধা হয়ে দন্ডায়মান রয়েছেন। সম্প্রতি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কড়াঁ হুশিয়ারী ও শামীম ওসমানের বক্তব্যের পর মহাজোটের প্রার্থীকে সমর্থণ জানিয়ে কায়সার হাসনাত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে অনেকেই ধারনা করছেন।
এরআগে নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী হতে কায়সার হাসনাত মাঠে জোর চেষ্টা তদ্বীর চালিয়ে ছিলেন। কিন্তু মহাজোটের পক্ষ থেকে জাতীয় পার্টি থেকে লিয়াকত হোসেন খোকাকে মনোনয়ন দেয় জোট। কায়সার হাসনাত বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র থেকে মনোনয়ন দাখিল করেন। এরপর সিংহ প্রতীক নিয়ে ব্যাপক প্রচার প্রচারণাও চালাচ্ছেন তিনি। এ নিয়ে কিছুটা বেকায়দায়ও ছিলেন লিয়াকত হোসেন খোকা।
প্রসঙ্গত, সোমবার (১৭ ডিসেম্বর) সোনারগাঁয়ে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসেছিলেন আওয়ামলীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে বলেন, নির্বাচনে আওয়ামলীলীগের বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে,বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে সাংসদ শামীম ওসমানও রোববার সোনারগাঁয়ে লিয়াকত হোসেন খোকার জনসভায় গিয়ে তার পক্ষে ভোট চান। এসময় তিনি কায়সার হাসনাতকে মহাজোটের প্রার্থীর পক্ষ হয়ে কাজ করার আহবান জানান।
মূলত এরপরই কায়সার হাসনাতকে কেন্দ্রীয় নির্দেশনা দেয়া হবে বলে অপেক্ষায় ছিলো প্রতিদ্বন্ধি কর্মী সর্মথকরা। আর সেখানেই দলীয় প্রধানের নির্দেশে নির্বাচন থেকে সরে,মহাজোটের পক্ষে কাজ করার নীতিগত সিদ্ধান্ত নিবেন কায়সার। এমনটিই আশা থাকলেও কবে একই মঞ্চে লিয়াকত হোসেন খোকা ও কায়সার হাসনাতকে দেখা যাবে তা এখন সময়ের ব্যাপার। তবে এ বিষয়ে কায়সার হাসনাতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি কেটে দেন। তাই এ প্রসঙ্গে মন্তব্য পাওয়া যায়নি।