নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় আছে। এখনই সেনা মোতায়েনের কোনও প্রয়োজনীয়তা অনুভব করছি না। লাখো জনতাই আমার সেনাবাহিনী। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচন-২০১৬ উপলক্ষ্যে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আ:লীগের মনোনিত প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভী।
২৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে সিটি করর্পোরশেন নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মনোনয়নপত্র দাখিলকালে তার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের রফিউর রাব্বি, জাহাঙ্গির হোসেন ও প্রমুখ।
আইভী আরও বলেন, আমি আশা করি আগামী ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত নৌকা প্রার্থীর পক্ষেই নারায়ণগঞ্জবাসী গণ রায় দেবে। সেদিন নারায়ণগঞ্জবাসী তাদের অধিকার আদায় করে দেবে। নারায়ণগঞ্জের তৃণমূল আওয়ামী লীগ সবাই আমার সঙ্গে আছে।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনে আ:লীগের মনোনিত প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভীর সাথে লড়বে নারায়ণগঞ্জ নগর বিএনপির একাংশের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনে ইসির ঘোষনাকৃত তফসীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আজ ২৪ নভেম্বর, যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর আর প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বর ভোট গ্রহণ সম্পন্ন হবে।
প্রসঙ্গত, আইভীর নাম বাদ দিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে জেলা আ:লীগের পক্ষ থেকে মহানগর আ:লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আ:লীগের সভাপতি ও বন্দর থানা আ:লীগের সভাপতি এম এ রশীদের নাম পাঠানো হয় কেন্দ্রে। এতে আইভী গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার নিজে আ:লীগের মনোনয়ন বোর্ডে -নৌকা- প্রতীকের জন্য আবেদন করেন। আর এ আবেদনের প্রেক্ষীতে প্রধানমন্ত্রী গত ১৮নভেম্বর শুক্রবার মনোনয়ন বোর্ডের চুড়ান্ত সিদ্ধান্তে বর্তমান নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে -নৌকা- প্রতীক বরাদ্দ করেন। এরই ধারাবাহিকতায় আইভী গত ২০ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।