লন্ডনে করা ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে হতাশ বিএনপি : না.গঞ্জে সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তের কারনে কোটা বিরোধী  আন্দোলন নিয়ে লন্ডনে করা ষড়যন্ত্র ব্যার্থ হয়ে হতাশ বিএনপি। ১৩ এপ্রিল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভারের নির্মান কাজ পরিদর্শন শেষে গনমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, কোটা সংস্কার নিয়ে রাজনৈতি মতলবি মহলের ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছিল। কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী সময়োপযোগী পদক্ষেপ এর কারনে বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এজন্য তারা এখন হতাশ হয়ে পরেছে।

এর আগে মন্ত্রী ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম বাইপাস সড়কে রূপগঞ্জ উপজেলার ভুলতা বানিজ্যিক এলাকায় ২৪০ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন দুটি ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেন। উড়াল সেতু দুটির দৈঘ্য যথাক্রমে ২.১৩ ও ১.৮৭ কিলোমিটার। চলতি বছরের এর নির্মান কাজ সর্ম্পন্ন হলে এই সড়কে আর যানজট থাকবে না। এ সড়কে চলাচলরত সকল চালকদের উদ্দেশ্যে করে বলেন, চালকদেরকে আরও সহনশীল হয়ে গাড়ি চালানোর আহবাস জানান।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত