লকডাউনে দোকান খোলা রাখায় চাষাঢ়ায় ৩ দোকানীকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে লকডাউন চলাকালীন সরকারী নির্দেশনা অমান্য করে শহরের চাষাঢ়ায় দোকান খোলা রাখার অপরাধে আল হাকিম সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ ২৬ই জুন শনিবার অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইদুজ্জামান হিমু। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন জুতার দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এর পাশাপাশি গ্রামীন বাজার নামে একটি দোকানকে বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান রয়েছে জেলা প্রশাসন। শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধের দায়ে জরিমানা, মার্কেটের দোকান চালু রাখা সহ রেস্টুরেন্ট-রেস্তোরাঁ চালু রেখে বসিয়ে খাওয়ার অপরাধের দায়ে বন্ধ করছে কিংবা জনসমাগম নিয়ন্ত্রণে বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহন করছেন জেলা প্রশাসন। তাছাড়া করোনা থেকে মুক্তি পেতে মানুষকে সর্তক করার জন্য সচেতনতামূলক লিফলেট সহ বিভিন্ন প্রচার প্রচারনা চালাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে চাষাড়া আল হাকিম ট্রেড সেন্টারে পপুলার এর নিচে জুতার শো-রুম চালু রাখার অপরাধে তিনটি জুতার শো-রুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে দোকান দুটি বন্ধ করে মালিক সমিতিকে সর্তক করা হয়। এ ধরনের অভিযান ব্যাপক ভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

add-content

আরও খবর

পঠিত