নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে লকডাউন আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখাসহ অযথা আড্ডা এবং মাস্ক ব্যবহার না করায় ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক ব্যবহার না করায় অর্ধশত ব্যক্তিকে ৬ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়। লকডাউনের ১ম দিন ৫ই এপ্রিল সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল, ভুলতা ও মুড়াপাড়া বাজারে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানান, মহামারী করোনা প্রতিরোধে সরকার গৃহিত লকডাউনের বিধি নিষেধ কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে উপজেলার গাউছিয়া, গোলাকান্দাইল ও মুড়াপাড়া বাজারে তার নেতৃত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় প্রায় অর্ধশত ব্যক্তিকে ৬ হাজার ২শ টাকা জরিমানা এবং লকডাউনের বিধিনিষেধ অমান্য করে প্রতিষ্ঠান চালু রাখা এবং অযথা ঘুরাঘুরি করার কারনে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪ টি মামলা দায়ের করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।