লকডাউনের প্রথম দিনেই বিপাকে নিম্ন আয়ের মানুষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : করোনা ভাইরাসে সংক্রমন বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে বেশ বিপাকে পরেছে নিম্ন আয়ের মানুষেরা। ২২ই জুন মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তৎপরতার কারনে বন্দরে অধিকাংশ দোকান পাট ও যানবাহন ছিল বন্ধ। বেলা বারার সাথে সাথে লকডাউনের মধ্যে বন্দরে বিভিন্ন হোটেল রেস্তোরা, কাঁচা বাজারসহ বিভিন্ন মার্কেট খুলতে দেখা গেছে।  সকালে যানবাহন কিছুটা বন্ধ থাকলেও বেলা বারার সাথে সাথে বন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তা অটো গাড়ী ও অটো রিক্সাওয়ারাদের দখলে চলে যায়।

এ ব্যাপারে ঘারমোড়া এলাকার দিনমজুর স্বপন মিয়া গণমাধ্যমকে  জানান, আমি একজন রিক্সাওয়ালা। রিক্সার উপর নির্ভর করে আমার পরিবার। লকডাউনের কারনে রিক্সা চালাইতে পারি নাই। এখন আমি ও আমার পরিবার কি খামু। কন আপনারা।

এ ব্যাপারে আব্দুস সালাম নামে এক ফল ব্যবসায়ী গণমাধ্যমকে জানান, আমি একজন ফল ব্যবসায়ী। গত ২ দিন আগে অনেক টাকার আম ও কাঠাল কিনছি বিক্রি করার লেইগা। লকডাউনের কারনে আজ দোকান খুলতে পারেনি। কালকা খুলতে পারব কিনা তাও জানিনা। দোকান কুলতে না পারলে আমিত পথে বইয়া যামু।

এ ব্যাপারে সানোয়ার নামে এক হোশিয়ারী ব্যবসায়ী গণমাধ্যমকে জানান, লকডাউনের কারনে কারখানা খুলতে পারি নাই। যানবাহন না চলার কারনে শ্রমিকরা আইতে পারে নাই। আবার এক সাপ্তাহের লকডাউন দিছে।

add-content

আরও খবর

পঠিত