নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র্যাব-১১ এর অভিযানে নরসিংদীর পলাশে অভিযান চালিয়ে গুলি ভর্তি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আজহার খন্দকার (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। রবিবার (১৯ মে) রাতে ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল রবিবার দিবাগত গভীর রাতে পলাশের ডাংগা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী মো. আজাহার খন্দাকার (৫০) কে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড পিস্তলের গুলিসহ ০১টি ভরা ম্যাগাজিন, ০১টি ধারালো কিরিস, ০২টি চাইনিজ কুড়াল, ০১ টি হাইসা ও ০৫টি রাম দা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটক আজহার দীর্ঘদিন ধরে পলাশ থানার ডাংগা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংদ্ধ জনগণ কথা বলার এবং এর প্রতিকার চাওয়ার সাহস পেতো না। সে প্রকাশ্যে অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করত। এ সকল সন্ত্রাসী কর্মকন্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘঁনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। সন্ত্রাসী কর্মকান্ড ও বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব।