নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : শহরে র্যাব পরিচয়ে লুটপাট করার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১শে জুলাই শনিবার রাত সাড়ে ১১টায় নতুন জিমখানা এলাকায় স্থানীয়দের সহযোগীতায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো : মাসদাইরের আমান ভবনের আমান উল্লাহর ছেলে রাতুল (২২), ইসদাইর বাজারের মৃত আব্দুস সোবহানের ছেলে রুবেল (৩০) ও আলীরটেকের আমান উল্লাহর ছেলে জুয়েল (৩৫)। এরআগে একই ঘটনায় সদর থানায় একটি অভিযোগ করেছিল ভুক্তভোগী শান্তা বেগম। যার সূত্র ধরে দৈনিক সংবাদর্চচায় জিমখানায় র্যাব পরিচয়ে লুটপাট শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছিল।
১লা আগস্ট রবিবার দুুপুরে আদালতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ূন কবীর আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে দ্রুত বিচার আইনের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরির্দশক মো. আসাদুজ্জামান।
স্থানীয়দের কাছে জানা গেছে, শনিবার রাতে রাতুল, রুবেল ও জুয়েল (৩৫) মিলে নিজেদের র্যাব এর সদস্য পরিচয় দিয়ে একই এলাকায় শান্তা বেগমের পাশের বাসায় আবারো লুটপাট এর চেষ্টা করে। ওইসময় স্থানীয়রা কৌশল টের পেলে তাদের আটক করে ফেলে। পরে থানায় জানালে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
এ বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার এসআই নাহিদ জানান, গ্রেফতারকৃতরা র্যাব পরিচয়ে জিমখানা এলাকায় একটি বাসায় তল্লাশি চালিয়ে লুটপাট এর চেষ্টা করছিল। এরআগেই বুধবার একই এলাকার পাশের বাসাতেই তারা শান্তা বেগম নামে একজনের বাসা থেকে ১লক্ষ ২০ হাজার টাকা লুটপাট করেছিল। সে এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছে। তবে এবারো লুটপাট করতে গেলে স্থানীয়রা কৌশল বুঝে গিয়ে তাদেরকে আটক করে আমদের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছি।