নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হাতে নাতে ৮ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। ১০ই জুলাই শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৬ হাজার ৪ শত টাকা উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামীরা হলো : মো. আতিক (৩৫), মো. শামীম আহম্মেদ (৩১), মো. নুর ইসলাম ওরফে লিসন (২৮), মো. রকিবুল ইসলাম ওরফে অভি (১৯), মো. সোহেল মিয়া (৩৬), মো. আরিফুল ইসলাম ওরফে মজনু মিয়া (৩৮), মো. রাসেল রানা (২৬) ও মো.জহির (৩৫)।
নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ৩শত থেকে ৫শত টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযানে অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।