র‌্যাবের হাতে রুপগঞ্জে নগদ টাকাসহ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে এবং হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার অপরাধে মো. আজিজুল হক (২৭) এবং মো. আল-আমিন (৩৩) নামে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৩০শে জানুয়ারি রবিবার দুপুরে রূপগঞ্জ থানাধীন গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত পরিবহন চাঁদাবাজদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৭ শত ৫০ টাকা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. আজিজুল হক কিশোরগঞ্জ জেলার সদর থানার যশোদল এলাকার মো. নুরুল ইসলাম এর ছেলে এবং অপর আসামী মো.আল-আমিন কিশোরগঞ্জ জেলার সদর থানার যশোদল এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।

৩০শে জানুয়ারি রবিবার বিকালে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী আজিজুল হক এবং আল-আমিন রূপগঞ্জ থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে এবং উভয়ই পেশাদার চাঁদাবাজ। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ থানাধীন গাউসিয়া গোলাকান্দাইল এলাকায় বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়ি প্রতি দৈনিক ২শত টাকা থেকে ৩শত টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন গাড়ির ড্রাইভার ও হেলপার চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত