নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। ৩১শে জুলাই শনিবার বেলা ৫ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৪ হাজার ৪ শত টাকা ও ব্যবহৃত ৭টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত পরিবহন চাঁদাবাজরা হলো : মো. লিটন হাওলাদার (৩৫), মো. আলতাফ হোসেন খোকন (৩০), মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (২৪), মো. এরশাদ (৩৫), মো. ফয়সাল আহম্মেদ (২৫), মো. হযরত আলী (৩০), মো. আবুল হাসেম শেখ (৩২), মো. জহির (৩৫), মো. নূর ইসলাম ওরফে লিসন (২৮) এবং মো. রতন (২৮)।
আজ ১লা আগস্ট রবিবার বেলা ৪ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১শত থেকে ২শত টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।