নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৫ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। ২৬ই জুন বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড পুলিশ বক্সের ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৭ জন এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলকায় অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি করার সময় আরো ৮ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। প্রথম অভিযানে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে যথাক্রমে চাঁদাবাজির নগদ ৫ হাজার ৭শত ৫৫ টাকা এবং অপর অভিযানে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১৭ হাজার ২শত ২০ টাকাসহ সর্বমোট ২২ হাজার ৯শত ৭৫ টাকা উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো : ইমাম হোসেন ওরফ ফাহাদ (২৮), মো. নুর ইসলাম ওরফ লিছন (৩৬), মোঃ ইসমাইল হোসেন (৩৬), মো. আরিফুল রহমান ওরফ শ্যামল(৩৬), মো.বাদশা ওরফ ফাহাদ (৩৬), মো.সুমন হোসেন মোল্লা (৩২), রনি ফকির (২৬), মুন্না খান (৩১), মো.আনার হোসেন (৫৫), মো. বাবু মিয়া (২৮), লিটন মিয়া (৩৯), মো. আমীর আলী (২৬), আনোয়ার হোসেন ওরফ তপু (৩১), চান বাদশা (৪৭) এবং আব্দুল কাদের (৫৫)।
আজ ২৭ই জুন রবিবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড ও শানারপাড়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ৫শত থেকে ১ হাজার টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।