র‌্যাবের ক্রসফায়ারে শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি ফরিদ নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‌র‌্যাব  ১১ এর সাথে বন্দুক যুদ্ধে ফরিদ মিয়া ওরফে ফেন্সি ফরিদ (৩৫) নামের তালিকাভূক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ী ক্রসফায়ারে নিহত হয়েছে। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে। ১৯ সেপ্টেম্বর বুধবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় তাঁত জুট  মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার মৃত বালাইমিয়ার ছেলে ফরিদ মিয়া ওরফে ফেন্সি ফরিদ (৩৫)।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল মাদক উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় তাঁত জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময়  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলা-গুলির এক পর্যায়ে ফেন্সি ফরিদ গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ফরিদকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গোলা-গুলির সময়ে আহত র‌্যাবের দুই সদস্যকে সেখানে চিকিৎসা দেয়া হয়। তারা হলেন র‌্যাবের সৈনিক মোরছালিম ও কনস্টেবল আশরাফুল হক।

র‌্যাব বলেন, নিহতের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৮টি মামলা রয়েছে। সে রূপগঞ্জ থানা ও  র‌্যাব-১১ এর তালিকার এক নম্বর মাদক ব্যবসায়ী ছিলেন। ফরিদ মিয়া দীর্ঘ দিন যাবত নারায়ণগঞ্জে ফেনসিডিল ব্যবসার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। পরে পাশাপাশি ইয়াবার ব্যবসার নিয়ন্ত্রণ নেয়। এ কারণে সে জেলার মাদক বিক্রেতা ও মাদকসেবীদের কাছে ফেন্সি ফরিদ নামে পরিচিতি লাভ করে।

add-content

আরও খবর

পঠিত