র‌্যাবের অভিযানে ৮ জন পর্নোগ্রাফার গ্রেফতার

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : পর্ন ছবিসহ বিভিন্ন শিল্পীর অশ্লীল ছবি কপিরাইট করে বাজারে বিক্রি করার অপরাধে আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটারের সিপিও, হার্ডডিস্ক এবং পর্নো সিডিসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। রোববার রাতে ফতুল্লার পাগলা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে তাদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়। তারা সবাই পাগলা বাজারের হাজী মিছির আলী ও জসিম মার্কেটের ব্যবসায়ী।

গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম নয়ামাটির ইসমাইল হোসেনের ছেলে সবুজ মিয়া (২৩), পশ্চিম দেলপাড়ার জাকির হোসেনের ছেলে কাজল হোসেন (২০), পাগলা শান্তি নিবাসের শামসুল আলমের ছেলে মুসফিকুল ইসলাম (২০), দেলপাড়ার গোলাপবাগের আব্দুল মান্নানের ছেলে ওমর ফারুক (৩৮), পাগলা নয়ামাটির মৃত মতিউর রহমানের ছেলে আকাশ (২৭), শ্রী সাধু রাজবংশীর ছেলে শ্রী সৈকত (২২) ও শ্রী জয়রাম রাজবংশীর ছেলে শ্রী আকাশ রাজবংশী (২২) ও পাগলা কামালপুরের মৃত ত্রীনাথ চন্দ্র রাজবংশীর ছেলে শ্রী অজিত চন্দ্র রাজবংশী (২২)।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল উদ্দিন জানান, পাগলা বাজারের হাজি মিছির আলী সুপার মার্কেটের নিচতলা এবং জসিম মার্কেটের দ্বিতীয় তলায় বিভিন্ন কম্পিউটারের দোকানে কয়েকজন অসাধু ব্যবসায়ী পর্নো ছবি, বিভিন্ন শিল্পীর অশ্লীল গান, সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি কপিরাইট করে অবৈধভাবে বাজারে বিক্রি করে আসছিল। সোমবার র‌্যাব-১১ এর অপারেশন অফিসার এমআর আলম চৌধুরী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দিয়ে আসামিদের হস্তান্তর করেন।

add-content

আরও খবর

পঠিত